Monday, July 8, 2019

কিভাবে পিসির ফোল্ডার হাইড ও আনহাইড করবো? কোন সফটওয়ার ছাড়া খুব সহজে।

talenthouse24.com / হাসান ব্লগে আপনাকে স্বাগতম।
 আজ আমি আপনাদের জানাব কি ভাবে কোন সফটওয়ার ছাড়া আপনার কম্পিউটারে ফোল্ডার হাইড ও আনহাইড করবেন। যারা ফাইল ও ফোল্ডার হাইড ও আনহাইড করতে পারেননা তারা উপকৃত হবেন। আসলে এটি সকটি প্রেয়জনীয় বিষয় । কারন পিসিতে এমন কতগুলা গুরুত্বপূর্ন ও ব্যাক্তি গত ডুকুমেন্ট থাকে যা হাইড করে রাখার প্রেয়জন পড়ে।  ইন্টারনেটে হয়তোবা আপনি অনেক ফ্রি সফটওয়ার পাবেন  কিন্তু সফটওয়ার ছাড়াই যে কাজ খুব সহজে করা যায় তাহলে অযথা সফটওয়ার ইনস্টল করে কম্পিউটারের রম নষ্ট করবেরন কেন?

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। কিভাবে কম্পউটার থেকে ফোল্ডার হাইড ও আনহাইড করবো।
নিচের স্টেপ গুলো ফলো করুন।


hasanblog


যে ফোল্ডার টি করতে চান হাইড তার উপর ক্লিক করুন রাইট। তার পর আসবে অনেক অপশন সেখানথেকে propertice করুন নির্বাচন। তারপর বক্স হবে ওপেন।নিচের ছবির মত। 


hasanblog
Add caption


এবার হিডেনে টিক দিয়ে এপ্লাইতে ক্লিক করুন।  এরপর নিচের মত একটা ডায়ালগ বক্স আসবে।


hasanblog


ok ক্লিক করুন। ok ক্লিক করার পর উপরে বক্স টি চলে রবে শুধু নিচের বক্সটি।

hasanblog
Add caption


এখানে ok ক্লিক করুন । এরপর আপনার ফোল্ডারের দিকে তাকান দেখলেন আপনার চোখের সামনে কেমুন করে ফোল্ডারটি গায়েব হয়ে গেল।



এখন আসেন আনহাইড করার পালাঃ এবারে আপনার কন্টোল প্যানেলে প্রোবেশ করুন।উইন্ডোস ৭,৮ হলে এরকম।

hasanblog


আর ১০ হলে এরকম।

hasanblog



সেখানে নিচের চিত্রের মত ফোল্ডার অপশন খুজে বাইর করে ক্লিক করুন।

hasanblog


 অথবা  কন্টোল প্যানেল খুজে না পেলে উইন্ডোস সার্চ বক্সে লিখুন folder option. তাহলে ফোল্ডার অপশন আপনার কাছে হাজির হবে এবং সেখানে ক্লিক করুন।
তারপর নিচের মত একটা ডায়ালগ বক্স আসবে।

hasnablog


সেখান থেকে ভিউ এ ক্লিক করে চিত্রের মত করে অপশন টি সিলেক্ট করুন এবং ok  ক্লিক করুন ।
কি ভাবসেন আপনার কাজ শেষ। আরে বস দাড়ান এত ব্যাস্ত হলে কি চলবে ? 

এবার আপনার ফোল্ডারটির দিকে একবার তাকান কি সে এসেও আসলো না ।
চিন্তার কোন কারন নেই আমি আছি না? 

আবার ঐ ফোল্ডারের ওপর রাইট  ক্লিক করুন এরপর প্রোপার্টিস থেকে নিচের মত করে টিক তুলে দিন।

hasanblog
 ok ক্লিক করুন নিচের মত আরএকটি বক্স আসবে ok  ক্লিক করুন।
ব্যাস কেল্লাফতে।
hasanblog 
  
ধন্যবাদ  পুরো সময় সাথে থাকার  জন্য।


আরও নিত্য নতুন টিপস পেতে সাথে  থাকুন হাসান ব্লগের  : hasanblog





No comments: