SSC Math


hasanblog:
                                                হায়রে গনিত!





বলা হয় যদি তোমায় কি আছে অধিক  শক্ত ও কঠিণ  পাথরের চেয়ে ?
            কি আবার ? গনিত , হসিতে চাহিয়া বলিবে তুমি ভয়ে।
                     একটু হেসে , বলিব আমি ,ওহে?
                   কাতর কেন তুমি গনিতের ভয়ে।
তোমার পাশে আছি আমি আছে চমক ভাই ,
                                 গনিত নিয়ে ভিত হওয়ার কোন কারন নাই।


       

গনিতের প্রতি ভিতী এটা যেন ছাত্র ছাত্রী দের নিতী। আজ থেকে একটু চিন্তা করে দেখ দেখি তোমার লাভ হয় নাকি ক্ষতি? জানা থাকা দরকার সবার, গনিত আসলে কঠিন নয় বিষয়টা একটু  মজার ।

গনিতের সেই মজা ভাগাভাগি করে নিতে চাইলে নিচের লেখা গুলা মনযোগ দিয়ে পরুন। গনিতের রাজ্যের রাজকুমার চমক হাসান ভাইকে চিনেন নিশ্চই না চিনলে  ইউটিউবে চমক হাসান লিখে সার্চ করে তার গনিতের রঙ্গে পর্বটা দেখে নিন তা হলে বুঝথে পারবেন গনিত কত মজার। সেই চমক হাসান ভাইয়ের ভাইয়ের লেখা হাসি খুসির গনিত বইটাকে আপনাদের জন্য আমার ওয়েবসাইটে প্রাকাশ করার চেষ্টা করছি।


                                    লেখা ভাল্ভাবে বুঝতে না পারলে পৃষ্টার উপর ক্লিক করুন।
hasanblog





hasanblog
<!-- Google tag (gtag.js) --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=G-MGXLT33Y0Z"></script> <script> window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-MGXLT33Y0Z'); </script>

No comments: