Monday, July 8, 2019

এবার সনি আনছে ফোল্ডেবল ফোন!



 মোবাইল প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়ে। তাদের ফ্লেক্সপাই ফোনটি আনার পরেই স্যামসাং, হুয়াওয়ে তাদের ফোল্ডেবল বাজারে ছাড়ার কথা জানায়।

ফোল্ডেবল ফোন নিয়ে যদিও সবার আগে থেকে কাজ শুরু করেছিল দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং। কিন্তু তার আগেই রয়োল কর্পোরেশন তাদের ফ্লেক্সপাই বাজারে ছাড়ে।

এবার জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি ফোল্ডেবল ফোন আনছে বলে খবর বেরিয়েছে।

প্রতিষ্ঠানটি ফোল্ডেবল এবং একই সঙ্গে রোল করা যায় এমন ফোন তৈরি করছে।

টুইটারে ম্যাক্স জে স্যামসাং নিউজ নামের এক আইডি থেকে পোস্টে করা এক ছবিতে বলছে, স্যামসাংয়ের ফোল্ডেবল এবং মেট এক্স এর মতো সনিও একটি ফোন আনছে।



ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার একটি প্রোটোটাইপ তৈরিও করেছে। সেখানে ব্যবহার করা হয়েছে এলজির ডিসপ্লে এবং তাতে দেওয়া হয়েছে ১০ এক্স জুম ক্যামেরা।

ফোনটিতে থাকতে পারে ৩২২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যার সাইজ হবে স্বাভাবিকের চেয়ে ছোট।

ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং কোয়ালকোমের এক্স৫০ মডেম। একই সঙ্গে সেটি ফাইভজি সাপোর্ট করবে বলেও বলা হয়েছে।

এটি দেখতে অনেকটাই গ্যালাক্সি ফোল্ডের মতো হবে বলেও জানা যাচ্ছে।

গিজমো চায়না অবলম্বনে ইএইচ/ জুলাই ০৮/ ২০১৯/ ২০২০

সাথে থাকুন হাসান ব্লগের

No comments: