Skip to main content

Posts

What is a programming language?

A programming language is a formal language that allows programmers to write instructions (code) that a computer can execute to perform specific tasks, essentially acting as a bridge between humans and machines.
Recent posts

আমার লেখা একটি হিপহপ ।

হাসান ব্লগঃ আইলো সামনে exam. মাথা আমার হইলো hang. সত্যি কইরা কচ্ছি ভাই বইটা খুইল্লা দেহি নাই গুষ্টি মারি পরীক্ষার value নাই এই জীবনটার কোনদেশেতে করছি বাস বাইচ্চা থাইকাও মরা লাশ পরীক্ষার আগে প্রশ্ন ফাসঁ পরা লেখা কইরা বাশঁ সাবাস অছিলা বাশঁ দেখি পরীক্ষার আগের রাতে ছাত্ররা সব ঘুইরা বেরায় প্রশ্ন নিয়া হাতে পারার লোকে বলেজে পরি আমি কলেজে পরা লেখার প কথাটা নাই আমার নলেজে তবু পাইলাম এ প্লাজ নাই  সরম  নাই  লাজ পরা  লেখা  করে  যারা  তারা  নাকি  শিক্ষিত ? গোটা জাতির মানসম্মান তাদের হাতে রক্ষিত  আজ লুট পাট নষ্টামিতে তারাই বেশি দীক্ষিত এইতো মোদের পরিচয় ভূত তারাইবা কিসের দ্বারা ভূত তো ঐ শরিষায় hasangblog, talenthouse24

তোমার জন্য হে গনিত!

                                                                   হায়রে গনিত! তোমার জন্য হে গনিত !                      কত ছাত্র-ছাত্রী স্কুল পালাল। কত  ছাত্র-ছাত্রী যে ,                      প্রাইভেট কুচিং এ গেল কত ছাত্র-ছাত্রী তোমায় মুখস্ত করতে গিয়ে,                      পরার টেবিলে ঘুমিয়ে পরল।            তবু পাশ করতে পারলো না!   তোমার জন্য হে গনিত শুধু তোমার জন্য। তোমার নামটি শুনলে আমার                        গায়ে আশে জ্বর। দেখি আপনজনের মুখ                        তবুও লাগে পর। ...

গনিত করব জয় পহিলে পর্ব।

                                                                    পর্ব১  সঙ্গেই থাকুন  হাসান ব্লগের